Search
Close this search box.
Search
Close this search box.

মামা, আইজ একটু বাড়াইয়া লইতাছি

bus

শ্যামলী থেকে মতিঝিল ১৫ টাকা। বাসের কনট্রাকটর নিচ্ছেন ২০ টাকা করে। অনেকেই প্রশ্ন না করেই দিচ্ছেন। অনেকে আবার টিপ্পনীও কাটছেন, ‘কী কও, আমরাতো বোনাস পাই নাই। এজন্য গ্রামে যাই নাই।’

chardike-ad

কনট্রাকটরে হাসিমুখে জবাব, ‘মামা, আইজ ঈদের দিন। একটু বাড়াইয়া লইতাছি।’

এমন ‘মধুর তর্ক’ চলছে যাত্রী আর বাস কন্ট্রাক্টররের মধ্যে। রাস্তাঘাট একেবারেই ফাকা। বেশ দ্রুতগতিতে চলছে বাসগুলো।

যাত্রীদের বেশিরভাগই ঘুরতে বেরিয়েছেন। ঈদের ছুটিতে কেউ কেউ যাচ্ছেন আত্মীয় স্বজনের বাসায়। কেউবা চিত্তবিনোদন কেন্দ্রগুলোতে।

সকালের মাঝারি বৃষ্টিতে পশু কোরবানি ও কাটাকাটিতে খানিকটা বিলম্ব হলেও দুপুর হতে হতে চিত্র পাল্টেছে। সবাই ত্যাগের মহীমায় কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে বের হতে শুরু করেছেন।

আবাসিক এলাকার গলিগুলোতে ভিড় জমাচ্ছেন নিম্নবিত্তরা। হাতে ব্যাগ নিয়ে সংগ্রহ করছেন মাংস। সবার বাড়ি থেকে বেরোচ্ছে রান্নার সুবাস। সবমিলিয়ে মনেই হচ্ছে আজ ঈদ। বণিকবার্তা।