Search
Close this search box.
Search
Close this search box.

স্যামসাংয়ে রেকর্ড পরিমাণ নগদ অর্থের মজুদ

samsung folding

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং জানিয়েছে, প্রতিষ্ঠানটির নগদ অর্থ মজুদ প্রায় ৬ হাজার ৯০০ ডলার (৭৭ ট্রিলিয়ন ওন)। যা এ যাবতকালের মজুদের চেয়ে রেকর্ড পরিমাণ বেশি।

chardike-ad

২০১৫ সালের শেষ প্রান্তিক (অক্টোবর-নভেম্বর) থেকে কোম্পানিটির মোট নগদ মজুদ প্রায় ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে। স্যামসাং নগদ অর্থ, নগদ সমতুল্য অর্থ, স্বল্পমেয়াদি আর্থিক উপকরণ ও স্বল্পমেয়াদি তরল সম্পদকে নগদ মজুদের মধ্যে অন্তর্ভূক্ত করেছে।

এ সময়ে স্যামসাংয়ের নগদ অর্থের পরিমাণ আগের বছরের তুলনায় ১৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। একই সঙ্গে নগদ সমতুল্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার কোটি ডলার (২৫ দশমিক ৮৪ ট্রিলিয়ন ওন)। এছাড়া স্বল্পমেয়াদি আর্থিক উপকরণ ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ৪৫ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, সামনের প্রান্তিকগুলোতে স্যামসাং নগদ মজুদ প্রবাহ চলমান রাখতে পোর্টফলিও পুনর্গঠন করবে। সাম্প্রতিক সময়ে চারটি ভিন্ন কোম্পানির কাছে সিকিউরিটিজ বিক্রয় করেছে প্রতিষ্ঠানটি। যেখান থেকে প্রায় ৯০ কোটি ডলার নগদ অর্থ জমা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি পোর্টফোলিও পুনর্গঠনের জন্য তাদের প্রিন্টিং ব্যবসা এইচপির কাছে ১০৫ কোটি ডলারে বিক্রি করেছে। যা স্যামসাংয়ের নগদ অর্থের মজুদের পরিমাণ বাড়াতে ভূমিকা রেখেছে।

স্যামসাং এ নগদ অর্থ ক্রমবর্ধমান প্রযুক্তির ক্ষেত্রে যোগান হিসেবে ব্যবহার করতে পারবে বলে প্রত্যাশা করছে। এছাড়া কিছু মজুদ অর্থ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ প্রদানে ব্যবহৃত হবে। প্রতিষ্ঠানটি শেয়ার হোল্ডারদের বেশি প্রণোদনা দিতে আগের বছর লভ্যাংশ নীতিকে আরো সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছিল।

অন্যদিকে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে প্রতিষ্ঠানটি শেয়ার হোল্ডারদের কাছ থেকে নিজস্ব শেয়ার কিনতে (বাইব্যাক) প্রায় ১ হাজার কোটি ডলারের কর্মসূচি হাতে নিয়েছে।

সূত্র: স্যাম মোবাইল ডটকম