Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার বাজার থেকে ১১টি টুথপেস্ট প্রত্যাহার

tootepaste

 

chardike-ad

কোরিয়ার আমোরে প্যাসিফিক কোম্পানির ১১টি টুথপেস্ট প্রত্যাহার করা হয়েছে। এইসব টুথপেস্টে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারের কারণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি উঠেছে। টুথপেস্টগুলোতে অক্সি রেকিট বেনকিজার কোম্পানীর ‘হিউমিডিফিয়ার স্টেরিলিজারস’ এ বিষাক্ত কেমিকেল ব্যবহার করা হয়েছে। কোম্পানী কর্তৃপক্ষ ইতিমধ্যে টুথপেস্টগুলো বিক্রি বন্ধ করেছে এবং বিক্রিত পণ্যগুলো ফেরত দিলে অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে।

কোরিয়ার বড় শপিং মলগুলোসহ রিটেইল শপ ইমার্ট, হোমপ্লাস, লট্টে মার্ট থেকে এই ১১টি পণ্য প্রত্যাহার করা হয়েছে।

কোরিয়ায় বসবাসকারী বিদেশীদেরকে ভাষাগত সমস্যার কারণে আমেরো প্যাসিফিক এর বিষাক্ত রাসায়নিক দ্রব্যমিশ্রিত টুথপেস্টগুলো চিহ্নিত করতে সমস্যা পড়তে হচ্ছে। আমেরো প্যাসিফিক কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে টুথপেস্টগুলোর মোড়কে ইংরেজী নাম না ব্যবহারের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন পণ্যগুলো রপ্তানীযোগ্য নয় বলে ইংরেজী নাম ব্যবহার করা হয়নি ।

কোরিয়ায় বসবাসরত বিদেশীদের পণ্যগুলো চিহ্নিতকরণে সহায়তা করার জন্য কোরিয়ান টাইমস কর্তৃপক্ষ আমেরো প্যাসিফিক কোম্পানির ওয়েবসাইট থেকে টুথপেস্টগুলোর ইংরেজী নাম সংগ্রহ করে প্রকাশ করেছে।

উল্লেখ্য, আমেরো প্যাসিফিক দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কসমেটিকস কোম্পানী।

কোরিয়া টাইমস অবলম্বনে।

 

 

মোহাম্মদ আরিফ আজাদ, সিউল থেকে।  arif azad