Search
Close this search box.
Search
Close this search box.

গাজায় পরবর্তী যুদ্ধই হবে সর্বশেষ : ইসরাইলী মন্ত্রী

gazaইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী এভিগডোর লিবারম্যান সোমবার ফিলিস্তিনের এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাতকারে বলেছেন, গাজার জঙ্গিদের সঙ্গে ইসরাইলের পরবর্তী যুদ্ধই হবে সর্বশেষ। কারণ ইসরাইল এই যুদ্ধে জঙ্গিদের সম্পূর্ণভাবে নির্মূল করবে।
লিবারম্যান আরো বলেন, গাজার সাথে নতুন করে যুদ্ধ শুরুর তার কোন আগ্রহ নেই। তবে যদি হয়, ২০০৮ সালের পর থেকে এটি হবে চতুর্থ যুদ্ধ।
তিনি উগ্র রাজনীতি বন্ধ করতে হামাসকে চাপের মুখে রাখতে ফিলিস্তিনী নাগরিকদের প্রতি আহ্বান জানান।
জেরুজালেম ভিত্তিক আল কুদস সংবাদপত্রের সাথে এক সাক্ষাতকারে তিনি আরো বলেন, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমি এটা স্পষ্ট করতে চাই, ‘আমাদের প্রতিবেশী দেশ গাজা উপত্যকা বা পশ্চিম তীরের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার আমাদের কোন ইচ্ছা নেই।’
‘তবে ইরানের মতো যদি ইসরাইলকে নির্মূল করার ঘোষণা দিয়ে গাজা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে আমরা পরবর্তী যুদ্ধ শুরু করবো এবং এটাই হবে আমাদের শেষ যুদ্ধ। কারণ এ যুদ্ধে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে পরাস্ত করবো।’