Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ার জাহাজ ছিনতাই

korean-ship-hijacking_28334_1477053977ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় তাবি-তাবি দ্বীপের উপকূল থেকে সশস্ত্র ব্যক্তিরা দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ ছিনতাই করেছে।

সশস্ত্র ব্যক্তিরা জাহাজের দুই নাবিককেও তুলে নিয়ে গেছে। তারা আবু সায়াফ গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

chardike-ad

শুক্রবার ফিলিপাইনের সামরিক বাহিনীর মুখপাত্র একথা জানান। খবর বাসস’র।

এক বিবৃতিতে ওয়েস্টার্ন মিন্দানাও কমান্ডের সেনা মেজর ফিলেমন তান বলেন, বৃহস্পতিবার সশস্ত্র ১০ ব্যক্তি দক্ষিণ কোরিয়ার ওই জাহাজ ছিনতাই করে। তারা একটি স্পীডবোটে করে আসে।

তিনি জানান, জাহাজ এমভি দং বেং জায়ান্টের ক্যাপ্টেন পার্ক চুল হং এবং ফিলিপিনো নাবিক গ্লিন আলিন্দাজাওকে ছিনতাইকারীরা অপহরণ করে।

বিবৃতিতে বলা হয়, ছিনতাইকারীরা আবু সায়াফ গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

তান বলেন, সামরিক বাহিনীর সকল ইউনিটকে নিখোঁজ নাবিকদের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।