Search
Close this search box.
Search
Close this search box.

স্থানীয় ব্যবহারকারীদের আর্থিক প্রণোদনা দেবে স্যামসাং

 

NOTE 7

chardike-ad

দক্ষিণ কোরিয়ার সেলফোন অপারেটর কোম্পানিগুলো এরই মধ্যে গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন পরিবর্তন করে দেয়ার ঘোষণা দিয়েছে। চলতি বছরের মধ্যে ব্যবহারকারীদের নতুন মডেলের ডিভাইস দেয়ার পাশাপাশি অর্থ ফেরতেরও আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। কিন্তু মজার বিষয় হলো, স্থানীয় বাজারের বেশকিছু ব্যবহারকারী পছন্দের গ্যালাক্সি নোট ৭ ডিভাইস কোনোভাবেই হাতছাড়া করতে চান না। এ ধরনের ব্যবহারকারীদের আর্থিক প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। খবর গিকি গ্যাজেটস।

জানা যায়, গ্যালাক্সি নোট ৭ ব্যবহারকারীদের জন্য নতুন আর্থিক প্রণোদনা নিয়ে এসেছে স্যামসাং। স্থানীয় বাজারের সব ব্যবহারকারী গ্যালাক্সি নোট ৭ পরিবর্তন করে গ্যালাক্সি এস৭ বা গ্যালাক্সি এস৭ এজসহ প্রতিষ্ঠানটির স্মার্টফোন লাইনআপের যেকোনো মডেলের ডিভাইস নিলেই এ প্রণোদনা পাবেন।

স্যামসাং এক বিবৃতিতে জানায়, এ আর্থিক প্রণোদনাকে এক ধরনের ক্ষতিপূরণ বলা যেতে পারে। কারণ গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন ব্যবহারকারীদের দুই মাস বড় ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে।

ব্লমবার্গ, রয়টার্স ও গিকি গ্যাজেটস অবলম্বনে