Search
Close this search box.
Search
Close this search box.

অ্যাপ উন্নয়নে স্যামসাং মাইক্রোসফটের জোট

wpid-samsung-vs-microsoft-700x325

গুগল নির্মিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) চালিত ডিভাইস দিয়ে স্মার্টফোন বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে স্যামসাং। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেনের ব্যবহার বাড়াতে কাজ করছে। সম্প্রতি এরই ধারাবাহিকতায় টাইজেন ওএস প্লাটফর্মে আরো বেশি অ্যাপ আনতে মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধেছে স্যামসাং। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

chardike-ad

টাইজেনকে গ্রাহকবান্ধব করে তুলতে মার্কিন প্রভাবশালী সফটওয়্যার কোম্পানির সঙ্গে জোটবদ্ধ হওয়ার পাশাপাশি প্লাটফর্মটির অ্যাপ ডেভেলপারদের অনুপ্রাণিত করতে সম্প্রতি ‘গ্লোবাল টাইজেন মোবাইল অ্যাপ ইনসেনটিভ প্রোগ্রাম’ চালু করেছে স্যামসাং।