Search
Close this search box.
Search
Close this search box.

মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জাতিসংঘের

un-secমিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইনে গণহত্যা ও ধর্ষণের অভিযোগ এনেছে জাতিসংঘ।

রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে, মিয়ানমার সরকার তাদেরকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বাংলাদেশে ইউএনএইচআর (UNHCR) এর প্রধান জন ম্যাকিসিক।

chardike-ad

বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি চলমান সমস্যার মূল কারণ খুঁজে বের করে তা সমাধানে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ ইউএনএইচসিআর প্রধান জন ম্যাকিসিক বলেন, ‘রাখাইনে রোহিঙ্গাদের ওপর সাম্প্রতিক নির্যাতনের কারণে নতুন করে সঙ্কট দেখা দিয়েছে। মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যরা মিলে তাদের ওপর অত্যাচার চালাচ্ছে। এ অবস্থায় বাংলাদেশও যদি সীমানা খোলা রাখে, তবে এ অঞ্চলে শরণার্থী ঢল নামবে। চলমান এই সঙ্কট সমাধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’