Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে শতকোটি ডলার বিনিয়োগ করছে স্যামসাং

Samsung

২০১৭ সালের জুনের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে শতকোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। টেক্সাসের অস্টিন শহরের সিস্টেম চিপ উত্পাদন কারখানার সক্ষমতা বাড়াতে এ বিনিয়োগ করা হবে। গত মঙ্গলবার এমন তথ্যই জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

chardike-ad

বিভিন্ন ডিভাইসে ব্যবহার উপযোগী চিপের চাহিদা বাড়ছে দ্রুত। ক্রমবর্ধান চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের চিপ উত্পাদন কারখানার সক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগ করছে স্যামসাং।

বৈশ্বিক বাজারে চিপ সরবরাহকারী হিসেবে ইন্টেলের পরের অবস্থানে রয়েছে স্যামসাং। দ্বিতীয় বৃহত্ চিপ নির্মাতার বিবৃতি অনুযায়ী, নতুন বিনিয়োগের মাধ্যমে মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইসের চিপ উত্পাদন বাড়ানো হবে।

সম্প্রতি স্যামসাং জানায়, ২০১৬ সালে তাদের মূলধন ব্যয় দাঁড়াবে ২৭ ট্রিলিয়ন ওন। এর মধ্যে ১৩ দশমিক ২ ট্রিলিয়ন ওন ব্যয় হবে সেমিকন্ডাক্টর ব্যবসায়। চলতি বছরের মূলধন ব্যয়ের তথ্য প্রকাশের পর পরই নতুন এ বিনিয়োগের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির সেমিকন্ডাক্টর ব্যবসা বিভাগের সিংহভাগ লাভ মেমোরি চিপ বিক্রি থেকে আসে। বর্তমানে স্যামসাং নিজেদের এক্সিনোস মোবাইল প্রসেসর ও চুক্তিভিত্তিক পণ্য নির্মাণ থেকে আয় বাড়ানোর চেষ্টা করছে। অস্টিন কারখানায় নতুন বিনিয়োগের ফলে উত্পাদন সক্ষমতা কতটুকু বাড়বে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং।