Search
Close this search box.
Search
Close this search box.

যেসব নতুনত্ব থাকছে বিসিকে এওয়ার্ডে

কোরিয়া প্রবাসীদের উদ্বুদ্ধ করতে গত বছর শুরু হওয়া বিসিকে এওয়ার্ড দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। সিউলের হানা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এওয়ার্ড অনুষ্ঠানে বেশকিছু নতুনত্ব নিয়ে এসেছে বিসিকে। গত বছর মূলত ইপিএস কর্মীদের জন্য এওয়ার্ডের পরিধি থাকলেও এবার প্রথমবারের মত গবেষণা, ব্যবসা, সংগীত, সংস্কৃতি এবং ক্রীড়ায় সেরাদের মধ্যে এওয়ার্ড দিবে বিসিকে।

bck-edu

chardike-ad

বিসিকে এওয়ার্ড উপকমিটির প্রধান ডঃ হুমায়ুন কবির বাংলা টেলিগ্রাফকে বলেন “এওয়ার্ড অনুষ্ঠানে কোরিয়া প্রবাসীরা নতুন একটা আমেজ পাবেন। অনুষ্ঠানকে সমৃদ্ধ করতে আমরা এবার বিভিন্ন পদক্ষেপ নিয়েছি”। এবারের এওয়ার্ডে বেশ কয়েকটি পরিবর্তন আসার মূল কারণ হিসেবে তিনি বলেন “বিসিকে কোরিয়াতে সকল কৃতীদের উৎসাহিত করতে চায়। অনেকেই বিশ্বমানের গবেষণা করছে কোরিয়াতে বসেই। কিন্তু আমরা জানিনা। ক্ষুদ্র পরিসরে হলেও আমরা তাদের কথা সবাইকে জানাতে চাই। ক্রিকেটে কোরিয়াতে বাংলাদেশী প্রবাসীরা ভাল করছে। বাংলাদেশী অনেক শিল্পী দিনরাত পরিশ্রম করছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তাদেরকে আমরা সম্মানিত করতে চাই”।