Search
Close this search box.
Search
Close this search box.

সংকটের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রেসিডেন্ট পার্ক

7567924

দক্ষিণ কোরিয়ায় চলমান বিশৃঙ্খলার সমস্ত দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক গুন হে। আজ শুক্রবার প্রেসিডেন্ট ব্লু  হাউজে জাতির উদ্দেশ্যে তিনি আবেগময় এক ভাষণে তিনি বলেছেন, বর্তমানে দেশে যা হচ্ছে তার জন্য তিনিই দায়ী। এ নিয়ে যে কোনো ধরনের তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

chardike-ad

প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় তার এক বন্ধু ছোয়ে সুন সিলের কাছে ফাঁস করেছেন। তার সূত্র ধরে ওই বন্ধু দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে অবৈধ হস্তক্ষেপ করছেন। গত কয়েকদিন ধরে দক্ষিণ কোরিয়ার হাজার হাজার মানুষ পার্কের পদত্যাগ দাবিতে সিউলে বিক্ষোভ করছে।

তিনি বলেন, তার প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধ আনা সব অভিযোগের ব্যাপারে তদন্তে তিনি সবরকম সহযোগিতা করবেন। ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ আনা হয়েছে তার সমস্ত দায়ভার প্রেসিডেন্ট নিজের কাঁধে তুলে নেন। তিনি বলেন যা ঘটছে তা আমার দোষেই। আমার অবহেলার কারণেই এমন হয়েছে।