Search
Close this search box.
Search
Close this search box.

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন

032

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাংচুর ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে গতকাল দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

chardike-ad

নোয়াখালী: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের টাউন হল মোড়ে আবদুল মালেক উকিল সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুধীর সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিনয় কিশোর রায়, তপন মজুমদার— বাসদ (মার্ক্সবাদী), জেলা সমন্বয়ক দলিলের রহমান দুলাল, পূজা উদযাপন পরিষদের জেলা সেক্রেটারি কিশোর কুমার শীল প্রমুখ।

বক্তারা বলেন, কয়েক দিন আগে নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। পুলিশ, বিজিবি থাকা সত্ত্বেও বৃহস্পতিবার শেষ রাতে পুনরায় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে তারা। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তাবিধান নিশ্চিত করবে সরকার, যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকারকে সরে দাঁড়াতে বলা হয়। পাশাপাশি স্বরাষ্ট্র এবং মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রীর পদত্যাগ দাবি করেন অনেকে।

নেত্রকোনা: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী  মানববন্ধন পালিত হয়।

জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন— বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় নেতা নির্মল কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল সাহা রায়, সম্পাদক সমির ভদ্র রানা প্রমুখ।

নাটোর: শুক্রবার বেলা ১১টা নাগাদ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুটি সংগঠনের সদস্য ছাড়াও জাতি-ধর্ম নির্বিশেষে প্রগতিশীল ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুশান্ত ঘোষ, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক নগেন রায়, ছাত্রযুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ীসহ হিন্দু নেতারা।

দিনাজপুর: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখাসহ অন্যান্য সংগঠন।

গতকাল বেলা ১১টা নাগাদ দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখা, পূজা উদযাপন পরিষদ ও দিনাজপুর সরকারি কলেজের হিন্দু ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানিকগঞ্জ: গতকাল সকাল সাড়ে ১০টা থেকে মানিকগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ যৌথ অয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস প্রমুখ।

কুড়িগ্রাম: শুক্রবার দুপুরে কুড়িগ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধনে মহিলা পরিষদ, প্রচ্ছদ কুড়িগ্রাম, সাম্প্রতিক কুড়িগ্রাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, জেলা জাসদ সভাপতি এমদাদুল হক, বাসদ কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জাহিদুল হক মিলু, আওয়ামী লীগ নেতা অলক সরকার ও অব্রাহাম লিংকন, মহিলা পরিষদের সভানেত্রী নন্দিতা চক্রবর্তী প্রমুখ।

ঝিনাইদহ: বিভিন্ন স্থানে মন্দির ভাংচুর ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি আয়োজন করে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবীর কুমার সমাদ্দার, সহসভাপতি সমীর কুণ্ডু, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির আহ্বায়ক বিনয় কৃষ্ণ বিশ্বাস। বণিকবার্তার সৌজন্যে।