Search
Close this search box.
Search
Close this search box.

সিউল মায়ানমার দূতাবাসের সামনে রবিবার বিক্ষোভ

মায়ানমারের আরাকান রাজ্যে রোহিংগা মুসলিমদের হত্যা, নির্যাতন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের ডাক দিয়েছে কোরিয়ায় বসবাসরত মুসলিম প্রবাসীরা। আগামী রবিবার দুপুর ১২টায় সিউস্থ মায়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঠিক ১২টায় শুরু হয়ে ১টায় শেষ হবে।

বিক্ষোভ বাংলাদেশী ছাড়াও মায়ানমারসহ অন্যান্য দেশের মুসলিম প্রবাসীরা যোগ দিবেন। সিউল ছাড়াও খিয়ংগিদো, দেগু, দেজনসহ বিভিন্ন শহর থেকে রবিবার সকালে প্রবাসীরা যোগ দিবেন।

chardike-ad

বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজকদের অন্যতম আসাদুজ্জামান ফয়সাল জানান আমরা পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েছি। নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। তিনি কোরিয়ার সকল মুসলমানসহ সকল প্রবাসীকে সমাবেশে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

যেভাবে যাবেন

সিউল সাবওয়ের ৬নাম্বার লাইনের (한강진역) হানগাংজিন স্টেশনের ৩ নাম্বার এক্সিট দিয়ে বের হয়ে ১০/১২ মিনিট হাটতে হবে। অথবা স্টেশন থেকে বের হয়ে ট্যাক্সি নিলে বেসিক ভাড়া ৩০০০উওন নিবে।

ঠিকানা: মায়ানমার দূতাবাস (주한미안마대사관) 서울 용산구 한남대로28길 12 (지번한남동 724-1)