Search
Close this search box.
Search
Close this search box.

অভিশংসনের আইনি ভিত্তি নেই বললেন পার্কের আইনজীবী

park

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হের অভিশংসনের কোনো আইনি ভিত্তি নেই। গতকাল পার্ক গুন হের আইনজীবীরা দেশটির সর্বোচ্চ আদালতে আত্মপক্ষ সমর্থনের দলিলপত্র জমাদানের সময় এ কথা জানান। খবর এএফপি।

chardike-ad

সম্প্রতি পার্লামেন্টের অধিকাংশ সদস্য দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে ভোট প্রদান করেন। তার বিরুদ্ধে অভিযোগ, বান্ধবী ছোয়ে সুন-সিলকে প্রেসিডেন্সিয়াল ক্ষমতার অপব্যবহার ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে হস্তক্ষেপের সুযোগ দিয়েছেন তিনি। সেসঙ্গে ২০১৪ সালের সিউল ফেরি দুর্ঘটনার সময় তার অবস্থান নিয়ে সৃষ্ট ধোঁয়াশা খোলাসা করার দাবি জানিয়েছে জনগণ।

অভিশংসন ভোটের ফলাফল বর্তমানে সাংবিধানিক আদালতের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আদালতে ২৪ পৃষ্ঠার রিবাটল জমা দিয়ে প্রেসিডেন্টের আইনজীবী লি জুং হান বলেন, কোনো ধরনের প্রমাণ না থাকায় পাক কুন হের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর আইনি ভিত্তি নেই। প্রেসিডেন্ট সংবিধান লঙ্ঘন করেছেন— এটি প্রমাণিত না হওয়ায় অভিশংসন ভোটের ফলাফল বাতিল করা উচিত।

এদিকে প্রমাণ সংগ্রহের জন্য প্রেসিডেন্ট বাসভবন ব্লু হাউজে তল্লাশি পরিচালনা করতে গিয়ে ব্যর্থ হয়েছে আইনজীবীদের একটি দল।