Search
Close this search box.
Search
Close this search box.

জয়ললিতা, শাকিলের মৃত্যু মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত

jaoy_33369

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ শোক প্রস্তাব গৃহীত হয়।

chardike-ad

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।এদিন প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ আইন, ২০১৬ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের মেয়াদকাল কোনোভাবেই চার বছরের বেশি হবে না। বৈঠকে দশম জাতীয় সংসদের ২০১৭ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়া অনুমোদন  দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন ও বীজ আইন ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। গত ৫ ডিসেম্বর ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যু হয়।