Search
Close this search box.
Search
Close this search box.

 ফিলিপাইনে এক কোরিয়ানকে কিডন্যাপ

South Korea and Philippines

ফিলিপাইনে এক কোরিয়ানকে কিডন্যাপ করা হয়েছে বলে সেখানকার কোরিয়ান এক কূটনীতিক। অক্টোবরে কিডন্যাপ হওয়ার পর এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় দুই মাস আগে কিডন্যাপ হলেও মিডিয়াকে এতদিন কেন জানানো হয়নি তা প্রকাশ করা হয়নি। গতকাল কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

chardike-ad

অপহৃত কোরিয়ান ছিলেন একজন ব্যবসায়ী। কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিপাইনের সাথে তাকে উদ্ধারের চেষ্ঠা চালিয়ে আসছে। কিন্তু এখনো ৫০ বছর বয়সী এই কোরিয়ান জীবিত আছেন কিনা নিশ্চিত করতে পারেন নি।

কোরিয়ানদের জন্য ক্রমেই বিপদজনক হয়ে আসছে ফিলিপাইন। ২০১৩ সাল থেকে গড়ে প্রতিবছর ১০জন কোরিয়ান নিহত কিংবা কিডন্যাপ হচ্ছেন। এই বছর এখন পর্যন্ত ৮জন কোরিয়ানকে হত্যা করা হয়েছে।