Search
Close this search box.
Search
Close this search box.

ব্যক্তিগত নয় দলীয় অর্জন চান তামিম

tamim-iqbal20161205172925 ব্যাটিংয়ে তামিম ইকবাল আর বোলিংয়ে মোহাম্মদ নবি। গ্রুপ পর্ব শেষে চিটাগাং ভাইকিংসের দুই ক্রিকেটারের অবস্থান শীর্ষে। অথচ দল হিসেবে শীর্ষস্থান দখল করতে পারেননি তারা। তাই ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনকেই বড় করে দেখছেন অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলনের আগে তামিম বলেন, ‘ব্যক্তিগত অর্জন আমার কাছে কোনো ব্যাপার নয়। যদি দল এগোতে থাকে, সাথে এই বিষয়গুলোও আসে তখন ভালো লাগে। কিন্তু দল যদি না এগোয় আর এই অর্জনগুলো আসে তখন আর ততটা ভালো লাগা থাকে না।’

chardike-ad

তবে ব্যক্তিগত অর্জনে ভালো লাগা জন্ম নেয় বলে মনে করেন তামিম। তাই এখনও যারা জ্বলে উঠতে পারেননি তারা পরের ম্যাচগুলোতে জ্বলে উঠবেন বলে আশা করছেন তিনি, ‘আপনি যদি বড় স্কোর করেন বা সর্বোচ্চ উইকেট নেন ব্যক্তিগতভাবে আপনার ভালো লাগবে। এখনই আসল খেলা। এখন যারা পারফর্ম করবে আমার মনে হয় ওদের অবদানই সবচেয়ে বড়। আমাদের দলে যারা সেভাবে পারফর্ম করতে পারেনি তারা যদি এখন পারফরম করতে শুরু করে আমার মনে হয় সেটাও আমরা যারা করেছি সেটার মতো সমান গুরুত্বপূর্ণ হবে।’

চলতি আসরে ১২ ম্যাচ খেলে ৪২৫ রান নিয়ে সবার ওপরে অবস্থান করছেন তামিম। ৪২.৫০ গড়ে রান করে হাফ সেঞ্চুরি করেছেন ৫টি। সর্বোচ্চ রান ৭৫। আর বোলিংয়ে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সবার ওপরে আছেন নবি।