Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরীয় কোম্পানি হানজিনের সম্পদ বিক্রি হচ্ছে

skorea-shipping-logistics-hanjin1

ক্যালিফোর্নিয়ার লং বিচ টার্মিনালের শেয়ার মালিকানা বিক্রি করতে সম্মত হয়েছে দেউলিয়াত্বের শিকার দক্ষিণ কোরীয় শিপিং কোম্পানি হানজিন। আদালত সূত্র জানায়, সুইজারল্যান্ডভিত্তিক মেডিটেরানিয়ান শিপিং কোম্পানির কাছে শেয়ার বিক্রি করা হবে। খবর পালস।

chardike-ad

মঙ্গলবার হানজিনের পরিকল্পনাটি শর্তসাপেক্ষে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের অনুমোদন পেয়েছে। শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি দেউলিয়া আদালত ও মার্কিন বন্দর কর্তৃপক্ষের অনুমোদন লাভের পরে বিক্রয় চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া আরম্ভ করতে পারবে হানজিন। লং বিচ টার্মিনালের ৫৪ শতাংশ শেয়ার মালিকানা রয়েছে হানজিনের কাছে। তাই চুক্তি বাস্তবায়নে টার্মিনালের অন্যান্য শেয়ার মালিকের অনুমোদনও প্রয়োজন। উল্লিখিত তিন পক্ষের অনুমোদন লাভের পরই চুক্তিটি কার্যকর হবে।

চুক্তি অনুযায়ী, মেডিটেরানিয়ান শিপিং কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান টার্মিনাল ইভেস্টমেন্ট লিমিটেডের কাছে লং বিচের ৫৪ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। শেয়ারের বিক্রয় মূল্য সম্পর্কে কোনো তথ্য প্রদান করেননি আদালত।