Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব প্রাপ্তিতে এশীয়রা এগিয়ে

ImmigrationRV

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে এশীয়রা হিস্পানিক ও ক্যারিবীয়দের চেয়ে এগিয়ে গেছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে সমাপ্ত অর্থবছরে এ প্রবণতা স্পস্ট হয়েছে। খবর মার্কেটওয়াচ।

chardike-ad

মার্কিন জনগোষ্ঠীর বৈচিত্র্য বাড়ছে। ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে এশীয়রা প্রথমবারের মতো উত্তর আমেরিকানদের চেয়ে এগিয়ে গেছেন।

২০১২-১৩ অর্থবছরে মোট আট লাখের মতো অধিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। এদের এক-তৃতীয়াংশের বেশি এশিয়ার বিভিন্ন দেশ থেকে এসেছেন। দেশভিত্তিক হিসাবে মেক্সিকোর মানুষ সবচেয়ে বেশি সংখ্যায় নাগরিকত্ব পেয়েছেন।

নয়টি রাজ্যে নতুন নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে ভারতীয়রা শীর্ষে রয়েছেন। পাঁচটি রাজ্যে শীর্ষে রয়েছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের মানুষ। দেশজুড়ে নাগরিকত্ব প্রাপ্তির মোট হিসাবেও ডোমিনিকানরা চীনাদের ছাড়িয়ে গেছেন। এক দশকে এই প্রথমবারের মতো ডোমিনিকানদের নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে ডোমিনিকানরা চীনাদের সংখ্যায় ছাড়িয়ে গেছেন।

২০১২-১৩ অর্থবছরে নতুন নাগরিকত্ব প্রাপ্তির সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। ২০০৭-০৮ অর্থবছরে রেকর্ড সংখ্যক মানুষ মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন। সেবার মোট ১০ লাখ ৪৬ হাজার ৫৩৯ জন নাগরিকত্ব পান।

১০০ বছর আগে যুক্তরাষ্ট্রে অভিবাসনে ইউরোপীয়রা সবচেয়ে এগিয়ে ছিলেন। ২০১২-১৩ অর্থবছরে নাগরিকত্ব পাওয়া ইউরোপীয় মানুষের সংখ্যা ৮০ হাজার ৩৩৩।

নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে দেশভিত্তিক হিসাবে মেক্সিকানদের পরে রয়েছেন ভারতীয়, ফিলিপিনো, ডোমিনিকান ও চীনা জনগোষ্ঠী। এরপর রয়েছেন ভিয়েতনাম, এল সাদলভাদর, দক্ষিণ কোরিয়া, গুয়াতেমালা, আর্মেনিয়া, তাইওয়ান, ইরাক, যুক্তরাজ্য, থাইল্যান্ড, কম্বোডিয়া, পাকিস্তান, পেরু, রাশিয়া, ইউক্রেন ও কানাডার মানুষ।