Search
Close this search box.
Search
Close this search box.

রুক্ষতা থেকে বাঁচিয়ে রাখুন হাত

hand_bdpআবহাওয়া বদলালে হাতের রুক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব ধরনের আবহাওয়ায় হাতের পরিচর্যা করা অত্যন্ত প্রয়োজনীয়। জেনে নিন, হাত স্বাভাবিক রাখতে কী কী করতে হবে।

চিনি, ক্যাস্টর অয়েল এবং লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর সেটাকে তালুতে নিয়ে দুই হাতে ঘষুণ। এরপর ধুয়ে ফেলুন। এই মিশ্রণ ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে। মাখনও ত্বকের জন্য উপকারী। তাই হাতে মাখন নিয়ে মালিশ করুন। এতে হাত নরম থাকবে। দুই চামচ পাতিলেবুর রসের সঙ্গে এক চামচ গ্লিসারিন এবং গরম দুধ দিয়ে মিশ্রণ তৈরি করুন। রোজ আধঘণ্টা হাতের তালুতে মালিশ করুন।

chardike-ad

টমেটোও ত্বক মোলায়েম রাখতে সাহায্য করে। সমপরিমাণ টমেটোর রস, গ্লিসারিন এবং লেবুর রসের মিশ্রণ করে হাতে মালিশ করুন। আমন্ড অয়েল এবং অলিভ অয়েল মালিশ করতে পারেন। তালুর ত্বক বেশ মোলায়েম থাকবে। শীতকালে পায়ের মতো হাতকে রুক্ষতা থেকে বাঁচাতে মোজা ব্যবহার করতে পারেন। ‌