Search
Close this search box.
Search
Close this search box.

আজ থেকে কোরিয়ান নববর্ষের ছুটি শুরু

কোরিয়ার অন্যতম বড় উৎসব কোরিয়ান নববর্ষের ছুটি আজ  শুরু হয়েছে। নববর্ষের (সল্লাল) ছুটির পাশাপাশি সাপ্তাহিক দুইদিন ছুটিসহ টানা চারদিনের ছুটি কাটাবে কোরিয়ান সহ কোরিয়ায় বসবাসরত সকল বিদেশী।

Korean-New-year

chardike-ad

সল্লালের সময় মূলত কোরিয়ায় পরিবারিক মিলনমেলায় পরিণত হয়। পরিবারের সকল সদস্য একত্রিত হওয়ার সুযোগ পায়। সিউল থেকে সবাই গ্রামের দিকে ছুটে। এইজন্য সল্লালে প্রচন্ড জ্যাম থাকে।

তবে সময়ের পরিবর্তনে এখন অনেকেই সল্লালে পরিবারের সাথে মিলিত হওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এবারও তার ব্যতিক্রম হবেনা। এবারের ছুসকে কোরিয়া থেকে সর্বোচ্চ পরিমাণে বিদেশ ভ্রমণে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশীরাও সল্লালের ছুটিতে বন্ধুবান্ধবদের সাথে দেখা করা, বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়াসহ নানাকাজে ব্যস্ত থাকবে।

টানা ছুটি থাকায় অনেকেই ধর্মীয় প্রোগ্রামে যোগ দিবে। তাবলীগ জামাতের তিনদিনের সফরে বের হয়েছেন অনেকেই। আনিয়াং মসজিদ প্রতিবছরের মত একটি ইসলামিক কর্মশালার আয়োজন করেছে। এছাড়া বিভিন্ন মসজিদ, সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করেছে।