Search
Close this search box.
Search
Close this search box.

আর্থিক সাক্ষরতায় কোরিয়া নবম অবস্থানে

higher-study-in-korea

আন্তর্জাতিক আর্থিক সাক্ষরতা জরিপে দক্ষিণ কোরিয়া নবম অবস্থানে রয়েছে। দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক গতকাল রোববার এ কথা জানিয়েছে। খবর ইয়োনহাপ।

chardike-ad

ব্যাংক অব কোরিয়া (বিওকে) জানিয়েছে, আর্থিক সাক্ষরতা নিরূপণে সম্ভাব্য ১০০ পয়েন্টের জরিপে দক্ষিণ কোরিয়া ৬৬ দশমিক ২ পয়েন্ট পেয়েছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) ৩৫টি সদস্য দেশের মধ্যে ১৭টির গড় স্কোর ৬৪ দশমিক ৯ পয়েন্ট।

ওইসিডির ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অন ফিন্যান্সিয়াল এডুকেশন ৬৬ দশমিক ৭ পয়েন্টকে অগ্রসর বিশ্বে ন্যূনতম আর্থিক সাক্ষরতার মাপকাঠি নির্ধারণ করেছে। দক্ষিণ কোরিয়ার স্কোর এর চেয়ে কম।

বিওকে জানিয়েছে, আর্থিক সাক্ষরতা পরিমাপ করতে বিভিন্ন ধরনের প্রশ্নমালার ভিত্তিতে জরিপ চালানো হয়। এর মধ্যে ছিল মুনাফা ও লোকসান, মুদ্রার বর্তমান বিনিময় মান, মুদ্রাস্ফীতির সংজ্ঞাসহ বিভিন্ন বিষয়।

বিওকের জরিপে ২৯ বছরের কম ও ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে আর্থিক সাক্ষরতা কম দেখা গেছে। ২৯ বছরের কম বয়সীদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ ও ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে ৭৭ দশমিক ৫ শতাংশ মানুষ ন্যূনতম ৬৬ দশমিক ৭ পয়েন্ট স্কোর করতে ব্যর্থ হয়েছে।

বিওকে মনে করছে, কোরীয় জনগণের মাঝে অর্থনৈতিক ও আর্থিক শিক্ষার প্রসার ঘটানোর উদ্যোগ নেয়া জরুরি। বিশেষত কলেজ উত্তীর্ণ ও বিশের কোটায় যাদের বয়স, তাদের অর্থনৈতিক ও আর্থিক শিক্ষা বেশি প্রয়োজন। পাশাপাশি অবসর জীবনের প্রস্তুতি সংহত করতে বয়স্ক জনগোষ্ঠীর মাঝেও আর্থিক সাক্ষরতার বিস্তার ঘটানো প্রয়োজন।

ব্যাংক অব কোরিয়ার (বিওকে) পাশাপাশি আর্থিক সাক্ষরতার এ জরিপ পরিচালনায় ছিল দক্ষিণ কোরিয়ার ফিন্যান্সিয়াল সুপারভাইজরি সার্ভিস। গত ৯ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিচালিত জরিপে ১ হাজার ৮২০ জন প্রাপ্তবয়স্ক কোরীয় নাগরিক অংশ নেন।