Search
Close this search box.
Search
Close this search box.

ট্রাম্পের বিরুদ্ধে সিউলে বিক্ষোভ

seoul trump

ওয়াশিংটনসহ বড় বড় শহরে ট্রাম্পের বিক্ষোভের পাশাপাশি গতকাল বিক্ষোভ হয়েছে কোরিয়ার রাজধানী সিউলেও। বিক্ষোভে প্রায় এক হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

chardike-ad

প্ল্যাকার্ড হাতে নিয়ে তুষারপাত উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেয়া লি সং গুয়ান জানান “আমি চাই আমার স্ত্রী এবং কন্যা আমার মতোই (একজন পুরুষের মত) সম্মানিত হোক। ট্রাম্প নারীদের প্রতি অসম্মান দেখিয়েছেন। আমি আমেরিকান নারীদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

seoul trump 2

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত। ট্রাম্পের কোরীয় নীতি নিয়ে শংকিত কোরিয়ানরা।