Search
Close this search box.
Search
Close this search box.

পেটেন্ট গ্রহণের শীর্ষ দশে দক্ষিণ কোরিয়ার স্যামসাং, এলজি

২০১৬ সালে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরিয়ার দুই টেক জায়ান্ট স্যামসাং এবং এলজি যুক্তরাষ্ট্রে পেটেন্ট গ্রহণের শীর্ষ দশে স্থান করে নিয়েছে। তালিকার শীর্ষে থাকা আইবিএমের পরেই অবস্থান স্যামসাং এর। ২০১৬ সালে দ্বিতীয় অবস্থানে থাকা স্যামসাং মোট ৫ হাজার ৫১৮টি পেটেন্ট নিয়েছে। আগের বছর মোট ৫ হাজার ৭২টি পেটেন্ট নিয়েছিল স্যামসাং। শীর্ষে থাকা আইবিএম ২৪ বছরের ধারা বজায় রাখতে গিয়ে গত বছর পেটেন্ট গ্রহণ করতে হয়েছে ৮ হাজার ৮৮টি। অর্থাত প্রতিদিন গড়ে ২২টি উদ্ভাবনের পেটেন্ট নিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে আগের বছরের তালিকা থেকে দুই ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার আরেক জায়ান্ট এলজি ইলেকট্রনিকস। গত বছর ২ হাজার ৪২৮টি পেটেন্ট নিয়েছে প্রতিষ্ঠানটি। এবার মাইক্রোসফট, সনিকে পিছনে ফেলে ফেলছে এলজি।

chardike-ad

patent

উল্লেখ্য, ২৪ বছরের ধারা বজায় রাখতে গিয়ে গত বছর আইবিএমকে পেটেন্ট গ্রহণ করতে হয়েছে ৮ হাজার ৮৮টি। অর্থাত্ প্রতিদিন গড়ে ২২টি উদ্ভাবনের পেটেন্ট নিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরেই যুক্তরাষ্ট্রে প্রথম কোনো একক প্রতিষ্ঠানের এক বছরে পেটেন্ট গ্রহণের সংখ্যা ৮ হাজারের মাইলফলক অতিক্রম করে। এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৩৫৫টি পেটেন্ট গ্রহণ করেছিল আইবিএম।