Search
Close this search box.
Search
Close this search box.

শেরপুরে আদালত ভবনের সিসি ক্যামেরা চুরি

cc-Camera20170115132134শেরপুরে জেলা জজ আদালত অঙ্গন থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে আদালত পাড়ায় তোলপাড় চলছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটতে পারে। শনিবার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। ১৫ জানুয়ারি রোববার চুরির ঘটনাটি নিয়ে জজশিপের এক সভা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

chardike-ad

আদালত সূত্রে জানা যায়, নিরাপত্তার স্বার্থে কয়েক মাস আগে শেরপুরের জেলা জজ আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে বেশ কিছু সিসি ক্যামেরা বসানো হয়। শনিবার সকালে হঠাৎ দেখা যায়, জেলা জজ আদালত ভবনের নিচতলায় থাকা হাজতখানার সামনে বসানো সিসি ক্যামেরাটি নেই। এরপরই শুরু হুলস্থুল।

বিকেলে যুগ্ম জেলা জজ হারুনুর রশিদ, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, জজ আদালত ভবনের সিসি ক্যামেরা চুরির ঘটনায় কোর্ট সাব ইন্সপেক্টর মো. ইউনুছ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে।

এদিকে, আদালত ভবনের বাহির অঙ্গনের সবগুলো সিসি ক্যামেরা যথাযথভাবে থাকার পরও ভবনের ভেতরে থাকা হাজতখানার সামনের সিসি ক্যামেরা চুরির ঘটনাটিতে রহস্য রয়েছে বলে আদালতের কয়েকজন আইনজীবী উল্লেখ করেছেন।

তারা বলছেন, কোর্ট হাজতে অনেক সময় আসামিদের সঙ্গে আত্মীয়স্বজনদের দেখাসাক্ষাতসহ নানা বিষয়ে দায়িত্বরতদের আর্থিক লেনদেনের ঘটনা ঘটে থাকে। সিসি ক্যামেরা এক্ষেত্রে তাদের অনিয়মে বাধা হয়ে থাকতে পারে। এজন্য সেটি সরানো কিংবা চুরির ঘটনা ঘটতে পারে।