Search
Close this search box.
Search
Close this search box.

ফের জিজ্ঞাসাবাদের মুখোমুখি স্যামসাংয়ের লি

lee jae yong

ঘুষ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান লি জায়ে ইয়োং। দক্ষিণ কোরিয়ার বিশেষ কৌঁসুলিরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

chardike-ad

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানী সিউলে কৌঁসুলির কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন লি। কার্যালয়ের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কৌঁসুলিদের আরেকবার সত্যিটা বলব।’

এর আগে বিশেষ কৌঁসুলিদের মুখপাত্র লি কিও চুল এক সংবাদ সম্মেলনে জানান, দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের পর লির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান লির গ্রেফতারের আবেদন গত মাসে খারিজ করে দেয় দক্ষিণ কোরিয়ার একটি আদালত। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট পাক কুন হের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে লির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিল দেশটির কৌঁসুলিরা। সে সময় তার বিরুদ্ধে ঘুষ, অর্থ আত্মসাত ও শপথভঙ্গের অভিযোগ আনা হয়।