Search
Close this search box.
Search
Close this search box.

ইনছনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

bck 26 march

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে প্রবাসীদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে)। কোরিয়ার অন্যতম বড় শহর ইনছনের দোং ইনছন মাইগ্রান্ট সেন্টারে আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

chardike-ad

আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই আয়োজনে আলোচনা সভা ছাড়াও বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের উপর যেমন খুশি তেমন সাজো, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, নাচ, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জুলফিকার রহমান উপস্থিত থাকবেন।

যেভাবে যাবেনঃ সিউল মেট্রোর ১ নাম্বার লাইনের দোং ইনছন স্টেশন থেকে নেমে ১ নাম্বার এক্সিট দিয়ে বের হয়ে আন্ডারগ্রাউন্ড মার্কেট দিয়ে কিছুদূর গেলেই ২৯ নাম্বার গেইটের পরেই মাইগ্রান্ট সেন্টার পেয়ে যাবেন। অনুষ্ঠান সম্পর্কিত তথ্যের জন্য ০১০-৪৩৭৩-৩৩৮৩ (কে এম আসাদ) এবং অনুষ্ঠানের স্থান সংক্রান্ত তথ্যের জন্য ০১০-২৩৪৯-৭৭৩১ (আকতার খান) যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।