Search
Close this search box.
Search
Close this search box.

৪০ বছর বয়সে মারা গেলেন ৬৯ সন্তানের জননী

40 child

বিশ্বের সবচে সন্তান ধারণক্ষম হিসেবে হিসেবে পরিচিত ফিলিস্তিনি নারী মারা গেছেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্বামী। মাত্র ৪০ বছরের জীবনে ৬৯টি সন্তানের জন্ম দিয়ে রোববার পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।

chardike-ad

ওই নারীর স্বামী জানান, রোববার ৬৯তম সন্তান প্রসব করার পরই তার স্ত্রী মারা যান।

জীবিত থাকতে ওই নারী দুটি করে ১৬ বারে ৩২টি শিশু, সাত বারে তিনটি করে ২১টি শিশু, এবং চারবারে চারটি করে ১৬টি শিশু জন্ম দেন।

তবে একসঙ্গে এত শিশু জন্ম দেয়ার ঘটনা এটাই প্রথম নয়। গিনেস বুকের তথ্য অনুযায়ী, এর আগে ভাসসিলিয়েভা নামে রাশিয়ার এক নারী ৬৯টি শিশুর জন্ম দিয়েছিলেন।

সূত্র: খালিজ টাইমস