Search
Close this search box.
Search
Close this search box.

উ. কোরিয়ায় আটকে পড়া, নয় মালয়েশিয়ান নিজ দেশে ফিরেছেন

kim

উত্তর কোরিয়ায় আটকে পড়া, নয় মালয়েশিয়ান নিজ দেশে ফিরেছেন। দুই দেশের কূটনৈতিক অচলাবস্থা নিরসনের পর উত্তর কোরিয়া তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়। শুক্রবার মালয়েশিয়া বিমানবন্দরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান তাদের গ্রহণ করেন।

গত মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম নিহত হওয়ার পর দু’দেশই একে-অপরের নাগরিকদের ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে।

chardike-ad

তাদের মুক্তির পর কিম জং ন্যামের মরদেহ হস্তান্তর করেছে মালয়েশিয়া। এখন উত্তর কোরিয়োদের মালয়েশিয়া ত্যাগেও কোনো বাধা নেই। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক কিম ন্যামের মরদেহ ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছন।

ন্যামের পরিবারের পক্ষ থেকে তার মরদেহ হস্তান্তরের আবেদনের ভিত্তিতে তিনি এ বিবৃতি দেন। এর আগে, গত ১৩ই ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যামকে বিষপ্রয়োগে হত্যা করা হয়।