Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়া আসছেন ‘মাইলস’ শাফিন আহমেদ

বাংলাদেশ উৎসবে গাইতে কোরিয়া আসছেন বাংলদেশের জনপ্রিয় পপ ব্যান্ড ‘মাইলস’ খ্যাত শাফিন আহমেদ। আগামী ৩০ এপ্রিল দক্ষিণ কোরিয়ার উইজংবুর সিনহান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বাংলাদেশ উৎসবে যোগ দিবেন শাফিন আহমেদ। বাংলাদেশে তিন দশক ধরে জনপ্রিয় এই শিল্পী চাঁদ তারা সূর্য’, ‘সে কোন দরদিয়া’, ‘প্রথম প্রেমের মত’, ‘ঘরে লইয়্যা যাও’, ‘পাতা ঝরে যায়’, ‘এ মনতো আর মানে না’ কিংবা ‘গুঞ্জন শুনি’র  মত দারুণ শত শত গান উপহার দিয়েছেন।

chardike-ad

বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া আয়োজিত বাংলাদেশ উৎসব’২০১৭ এ শাফিন আহমেদের যোগদানের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ উৎযাপন কমিটির প্রধান এম জামান সজল। শাফিন আহমেদ ছাড়াও বাংলাদেশ এবং কোরিয়া থেকে আরো কয়েকজন শিল্পী যোগ দিবেন বলে জানিয়েছেন তিনি।

১৯৭৯ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস‘ এর মাধ্যমেই শাফিন আহমেদ তুমুল জনপ্রিয়তা পান। মায়ের কাছে শেখা কাজী নজরুল ইসলামের ‘প্রজাপতি প্রজাপতি’ গান দিয়ে তার প্রথম গানের শুরু। ৯ বছর বয়সে গাওয়া গানটি সেই সময় রেকর্ড আকারে প্রকাশ হয়। গায়ক হিসেবে জনপ্রিয় হলেও শাফিন আহমেদ একাধারে জনপ্রিয় গীতিকার ও সুরকার। ব্যান্ডের বাইরেও সলো ক্যারিয়ারে তুমুল জনপ্রিয় এই সঙ্গীত তারকা। একটা সময় ব্যান্ড মিক্সড অ্যালবাম গুলোতে দাপটের সাথেই বিচরণ করেছেন শ্রোতা হৃদয়ে। মাইলসের বাইরে সলো কিংবা মিক্সড অ্যালবামেও রয়েছে এই তারকার অধিক সংখ্যক জনপ্রিয় গান।

মাইলসের সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে ১৯৯৩ সালে প্রকাশ পাওয়া প্রত্যাশা। সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে  ফিরিয়ে দাও, আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, যাদু, আর কতকাল খুঁজবো তোমায়, পাহাড়ি মেয়ে,  এক ঝড় এসে ভেঙ্গে দিয়ে গেল, তাই জীবনটা এলোমেলো, স্বপ্ন, জ্বালা জ্বালা, তুমি নাই, এ সময়, ভুলবোনা তোমাকে ইত্যাদি।