Search
Close this search box.
Search
Close this search box.

দুবাইয়ে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আটক ৬

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের একটি স্বর্ণের দোকান থেকে চুরি হয়ে যাওয়া দুই মিলিয়ন দিরহামের স্বর্ণ ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে দুবাই পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ছয়জন হংকংয়ের নাগরিককে।

chardike-ad
 দেরাস্থ ‘দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি’ মার্কেটের একটি স্বর্ণের দোকানে গত শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৫টার দিকে চুরির ঘটনা ঘটে। দুবাই পুলিশ জানায়, এ দোকানে ৬০ মিলিয়ন দিরহামের স্বর্ণ ছিল। তিন মুখোশধারী ব্যক্তি ৩১ সেকেন্ডের মধ্যে দুই মিলিয়ন দিরহামের স্বর্ণ চুরি করে।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মুখোশধারী ব্যক্তিদের শনাক্ত করে দুবাই পুলিশ। পরে দুবাই ইন্টারন্যাশনাল সিটি চীনা ক্লাস্টারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ছয়জন হংকংয়ের নাগরিকে আটক করে। আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। তারা হংকং থেকে গত ১৬ মার্চ ভ্রমণ ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আসেন।