Search
Close this search box.
Search
Close this search box.

অ-অনুমোদিত ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দক্ষিণ কোরিয়ার

moonদক্ষিণ কোরিয়ার মাটিতে বিনা অনুমতিতে অতিরিক্ত আরো চারটি মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুন জে-ইন।

প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র ইউন ইয়ং-চ্যান বলেছেন, দক্ষিণ কোরিয়ার নতুন সরকার বা জনগণকে অবহিত না করেই চারটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করার খবরে প্রেসিডেন্ট মুন মারাত্মকভাবে ‘ব্যথিত’ হয়েছেন।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা দফতর বা এনএসও’র প্রধান চাং ইউই-ইয়ং প্রেসিডেন্ট মুনকে অতিরিক্ত থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিষয়টি অবহিত করলে পরিস্থিতি খারাপ অবস্থার সৃষ্টি হয়। আজ (মঙ্গলবার) মুখপাত্র চ্যান নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

মুখপাত্র আরো বলেন, বিনা অনুমতিতে চারটি রকেট লাঞ্চারের মোতায়েনের সত্যতা যাচাই করতে প্রেসিডেন্ট মুন জনস্বার্থ বিষয়ক তার জৈষ্ঠ্য সচিব এবং এনএসও’র প্রধানকে নির্দেশ দিয়েছেন।

উত্তর কোরিয়ার সঙ্গে সৃষ্ট উত্তেজনার অজুহাতে আমেরিকা সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এই ব্যবস্থা মোতায়েন করেছে। খোদ দক্ষিণ কোরিয়ার জনগণ থাড মোতায়েনের তীব্র বিরোধীতা করেছে। এছাড়া, চীন এবং রাশিয়াও মার্কিন সরকারের ওই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বেইজিং ও মস্কো মনে করছে, উত্তর কোরিয়াকে লক্ষ্য করে থাড মোতায়েন করা হলেও এর মূল লক্ষ্য চীন ও রাশিয়া।