Search
Close this search box.
Search
Close this search box.

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

north-koreaজাতিসংঘ নিরাপত্তা পরিষদের হুমকির পরেও আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের কার্যালয় জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়া পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছিল। ওই পরীক্ষার পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংকে সবধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানায়।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিমি পরিভ্রমণ করেছে। গত সপ্তাহের ক্ষেপণাস্ত্র ৭০০ কিলোমিটার পরিভ্রমণ করেছিল। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি পুকচাংয়ে সংঘটিত হয়। পুকচাংয়ে গত মাসে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছিল।

জাপানের বার্তা সংস্থাগুলো জানিয়েছে, রোববারের এই ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে কিন্তু জাপানের জলসীমার বাইরে পড়েছে। জাপানের মন্ত্রিসভার মুখ্যসচিব ইউশিহাইদ সুগা এক সংবাদ সম্মেলনে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

রোববার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের আঘাতে সক্ষম- এমন সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখবে উত্তর কোরিয়ার প্রশাসন।