Search
Close this search box.
Search
Close this search box.

‘উত্তর কোরিয়ায় হামলা কল্পনাতীত যুদ্ধ ডেকে আনবে’

kimউত্তর কোরিয়ার বিরুদ্ধে আগেভাগে কোনো ধরনের হামলা না করার জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছে মার্কিন ডেমোক্র্যাট দল।

দলটির অন্তত ৬৪ জন আইনপ্রণেতা এক চিঠিতে যুদ্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গতকাল (মঙ্গলবার) ট্রাম্পকে বলেছেন, “যেকোনো হামলার আগে বিষয়টিতে কংগ্রেস থেকে অনুমোদন নিতে হবে। উত্তর কোরিয়ার মতো পারমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যেকোনো হামলা শুরুর আগে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে।” নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

chardike-ad

চিঠিতে ডেমোক্র্যাট সদস্যরা বলেছেন, “এমন গোলযোগপূর্ণ এলাকায় অসঙ্গতিপূর্ণ কিংবা আকস্মিক গ্রহণ করা কোনো নীতি কল্পনাতীত যুদ্ধের ঝুঁকি তৈরি করবে।” এর বিপরীতে ডেমোক্র্যাট দলের সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে এমন কিছু পরিকল্পনা উপস্থাপন করার অনুরোধ করেছেন যার ভিত্তিতে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা শুরু করা যায়।