Search
Close this search box.
Search
Close this search box.

একটুর জন্য প্রাণে বাঁচলো মেয়েটি

girl-attacked-by-a-sea-lionকানাডার একটি জেটির ডকের খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন কয়েকজন পর্যটক। কাছেই পানিতে বড় শরীর নিয়ে ইতিউতি করা একটি সিল মাছ দেখছিলেন তারা। কেউ কেউ ছুড়ে দিচ্ছিলেন খাবারও। এর মধ্যেই ডকের একদম প্রান্তে বসা একটি বাচ্চা মেয়ের জামায় কাপড় দিয়ে তাকে পানিতে টেনে নিয়ে যায় মাছটি!

ঘটতে পারতো আরো বড় ধরনের দুর্ঘটনা। কিন্তু প্রাণে বেঁচে গেছে মেয়েটি। সে পানিতে পড়ার সঙ্গে সঙ্গে এক ব্যক্তি লাফ দিয়ে পানিতে নেমে তাকে টেনে তুলে ফেলে। সৌভাগ্যক্রমে, ওই মেয়ের বা উদ্ধারকারীর কোনোই ক্ষতি হয়নি।

chardike-ad

অন্য একজন পর্যটক পুরো ঘটনাটি ভিডিও করেন। সেখানে দেখা যায়, মেয়েটির জামায় এভাবে কামড় দেয়ার আগেও এক দুইবার মাথা উঁচু করে ডকের দিকে তেড়ে এসেছে সিল মাছটি। মেয়েটি তখন দুই পা পিছনে সরে গিয়ে বেঁচেছে। এর একটু পর মেয়েটি যখন ডকের প্রান্তে গিয়ে বসে, তখন আবার উঁচু হয়ে এসে তার জামায় কামড়ে ধরে সেটি। একটানে মেয়েটিকে ফেলে দেয় পানিতে।

সিল মাছ সাধারণত হিংস্র নয়। তারপরও ঘটতে পারতো বড় বিপদ। ভিডিওটি দেখে কানাডার অনেক প্রাণী বিশেষজ্ঞ এই ঘটনার জন্য মানুষকেই দায়ী করেছেন।

তারা বলছেন, এই সব প্রাণীর এতো কাছাকাছি যাওয়া ঠিক না। তারপরও কিছু মানুষ নির্বোধের মতো এতো কাছে চলে যায়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন