Search
Close this search box.
Search
Close this search box.

কোটি কোটি টাকা লোকসানে বাহুবলী ২!

চোখ কপালে ওঠার মতোই খবর। যে ছবি নিয়ে দুনিয়া জুড়ে তোলপাড় সেই ছবির কী না কোটি কোটি টাকা লোকসান! এই কথা চলচ্চিত্রপ্রেমী কে না জানে, মুক্তির ৮ দিন শেষ হতেই ১ হাজার কোটি টাকা ঘরে তুলেছে ‘বাহুবলী ২’। আয়-ব্যয়ের হিসাব খাতায় ‘বাহুবলী ২’ রেকর্ড করেছে তাতে কোনো সন্দেহ নেই।

কিন্তু ছবিটির কর্তৃপক্ষ দাবি করছে, পাইরেসিতে আক্রান্ত হয়ে তাদের কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ছবির পরিচালক এসএস রাজমৌলি ও নায়ক প্রভাষও।

chardike-ad

তামিলের একটি নামি সংবাদপত্রের খবর অনুযায়ী, ‘বাহুবলী ২’ ছবিটি প্রচুর পাইরেট কপি পাওয়া যাচ্ছে অনলাইনে। ফলে অনেকে হলে না গিয়ে ঘরে বসেই বিনামূল্যে দেখছেন বিশ্ব চলচ্চিত্রে আলোচিত ছবিটি। এতে কম করেও হলে ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের।

পাইরেসি ঠেকাতে বহু অবৈধ ওয়েবসাইটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তামিল ফিল্ম প্রডিউসার কাউন্সিলের তরফে। মনে করা হচ্ছে এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি ইন্টারনেট মাফিয়া। এক্ষেত্রে ‘তামিল রকার্স’ নামে একটি সাইটের নাম বার বার উঠে আসছে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।