Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয় উপদ্বীপের কাছে তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করছে আমেরিকা

rono-toriপশ্চিম প্রশান্ত মহাসাগরে তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজকে মোতায়েন করার নির্দেশ দিয়েছে আমেরিকা। কোরিয় উপদ্বীপের কাছে মোতায়েন দুই মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে যোগ দেয়ার জন্য নিমিৎজকে মোতায়েন করা হবে। পিয়ংইয়ংয়ের সঙ্গে যখন টানাপড়েন তুঙ্গে তখন ওই এলাকায় মোতায়েন হচ্ছে আরো একটি মার্কিন বিমানবাহী রণতরী।

এক অঞ্চলে একই সঙ্গে মার্কিন তিন বিমানবাহী রণতরী মোতায়েনের ঘটনা খুবই বিরল বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে।

chardike-ad

মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক সামরিক তৎপরতার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ায় হয়ত আঘাত হানার নির্দেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাতিসংঘ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সম্প্রতি এক সপ্তাহে দুই দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।