Search
Close this search box.
Search
Close this search box.

বারমুডা ট্রাইঙ্গেলে আবারো বিমান নিখোঁজ!

রহস্যজনভাবে বারমুডা ট্রাইঙ্গেলে নিখোঁজ হলো আরো একটি বিমান। বাহামা দ্বীপপুঞ্জের কাছে একটি ছোট বিমান কয়েকজন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে গেছে বলে জানা গেছে। আর এর জেরেই ছড়িয়েছে আতঙ্ক। কারণ বারমুডা ট্রাইঙ্গেল অঞ্চল থেকেই বিমানটি নিখোঁজ হয়েছে।

coastguard
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিয়ামি এটার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, বিমানটিতে চার যাত্রী ছিলেন। এরা সবাই একই পরিবারের। বিমানটির সর্বশেষ অবস্থান ছিল- সমুদ্র থেকে ২৪ হাজার ফুট উঁচুতে ও গতিবেগ ছিল ৩০০ নটিক্যাল মাইল।

chardike-ad

বারমুডা ট্রাইঙ্গেল শয়তানের ত্রিভূজ নামেও এটি পরিচিত। আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখান বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। কেন এ ধরনের অন্তর্ধান সে নিয়ে চলছে জল্পনা।

কেউ বলেন, এর সবই দুর্ঘটনা। কারও দাবি, কোনো অতিপ্রকৃতিক শক্তি বা ভিনগ্রহের কোনো প্রাণীর উপস্থিতি। ফ্লোরিডার আটলান্টিক উপকূল, পুয়ের্তোরিকো, বারমুডা দ্বীপপূঞ্জ এবং বাহামা নিয়ে ছড়িয়ে রয়েছে এই রহস্যজনক বারমুডা ট্রাইঙ্গেল।