Search
Close this search box.
Search
Close this search box.

রমজানে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ করলো ফিলিস্তিন

palastineপবিত্র রমজানে বিবাহ বিচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিলিস্তিন সরকার। সম্প্রতি দেশটির শরিয়া আদালত রমজানে বিবাহ বিচ্ছেদ অনুমোদন না করার জন্য বিচারকদের নির্দেশ দিয়েছে। বিচারক মাহমুদ হাবাশ গত বছরের অভিজ্ঞতার আলোকে এ আদেশ দিয়েছেন। খবর আল জাজিরা।

মাহমুদ হাবাশ বলেন, রোজা রেখে দীর্ঘ সময় না খেয়ে থেকে ও ধূমপান করতে না পেরে অনেকে মেজাজ হারিয়ে ফেলেন এবং চড়া গলায় কথা বলেন। এ থেকে বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হয়। মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে দ্রুত বাজে সিদ্ধান্ত নিয়ে নেন।

chardike-ad

তবে বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে বেকারত্ব ও দারিদ্র্যকেও দায়ী করা হয় দেশটিতে। ২০১৫ সালে ফিলিস্তিন কর্তৃপক্ষের হিসাবে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় প্রায় ৫০ হাজার বিয়ে নিবন্ধন করা হয়। ওই বছর বিবাহ বিচ্ছেদের সংখ্যা ছিল ৮ হাজারের মতো।

উল্লেখ, ফিলিস্তিনে বিয়ে ও বিবাহ বিচ্ছেদ কেবল শরিয়া আদালতের মাধ্যমেই সম্পন্ন করতে হয়।