Search
Close this search box.
Search
Close this search box.

আগামীকাল দক্ষিণ কোরিয়ায় পবিত্র ঈদুল ফিতর

eidul-fitarঈদ মোবারক। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল রবিবার দক্ষিণ কোরিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সিউল কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে নয়টায় কোরিয়ার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আনসান মসজিদে বৃষ্টি হলে সাড়ে ছয়টায়, আটটায় এবং সাড়ে নয়টায় তিনটি জামাত মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। আবহাওয়া ভাল থাকলে সাড়ে ছয়টা এবং আটটায় পাহাড়ের উপরে ঈদগাহে দুইটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কোরিয়ার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে নামাজ আদায় করা হবে।

রবিবারে ঈদ হওয়ায় দক্ষিণ কোরিয়া প্রবাসীদের আনন্দ এবার একটু আলাদা। বাংলাদেশের মত সারাদেশব্যাপী উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করতে না পারলেও কোরিয়ায় বাংলাদেশীরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির মধ্যেই ঈদ উদযাপন করবেন। বাংলা টেলিগ্রাফের পক্ষ থেকে সকল কোরিয়া প্রবাসী ভাইবোনদের জন্য রইলো ঈদের আন্তরিক শুভেচ্ছা। 

chardike-ad