Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার হামলা থেকে বাঁচার অনুশীলন জাপানে!

japanউত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় জরুরি পরিস্থিতিতে বেসামরিক লোকজনদের বাঁচার কৌশল শেখাতে মহড়া চালানো হয়েছে। মার্কিন দুই রণতরীর সঙ্গে দেশটির নৌবাহিনী জাপান সাগরে তিন দিনের সামরিক অনুশীলন চালাচ্ছে। এসময় বেসামরিক লোকজনের আত্মরক্ষার জন্য এই মহড়া চালানো হয়।

জানা যায়, জাপান সাগরের উপকূলের শহর আবুতে এই মহড়া চালানো হয়। শহরটিতে লোকসংখ্যা তিন হাজার চারশ।

chardike-ad

উত্তর কোরিয়া থেকে কোন ক্ষেপনাস্ত্র ছোঁড়ার ১০ মিনিটের মধ্যে সেটি জাপান সীমান্তে ঢোকে। তাই জাপান কর্তৃপক্ষ আসন্ন হামলার বিষয়ে দেশটির নাগরিকদের ১০ মিনিট আগে অবহিত করবে বলে জানিয়েছে।

এই মহড়ায় সশস্ত্র হামলা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষায় কী করতে হবে সে বিষয়ে একটি নির্দেশিকা দেয়া হয়েছে। এই সময় আবু শহরের ইয়ামাগুচির পাহাড়ি অঞ্চলে কল্পিত ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি সৃষ্টি করা হয়। হামলার সময় সাইরেন বাজিয়ে এবং লাউড স্পিকারে সাম্ভাব্য ক্ষেপনাস্ত্র হামলা সম্পর্কে সবাইকে সতর্ক করা হয়।

জাপান সরকার, দমকল বাহিনী ও দুযোর্গ ব্যবস্থাপনা সংস্থার যৌথ উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়।