Search
Close this search box.
Search
Close this search box.

কোচের দরকার নেই কোহলির!

kohliভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয়, কোচের পদ থেকে অনিল কুম্বলের পদত্যাগ ও অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তার দ্বন্দ্ব। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভারতের আপামর জনতাও এখন কথা বলছে এ বিষয় নিয়ে। প্রত্যেকেরই একই কথা, এই ঘটনা ভারতীয় ক্রিকেটকেই কলঙ্কিত করেছে। এমনটা কাম্য নয় কারোরই।

ভারতের কোচের দায়িত্ব নেয়ার পর সাফল্য পেয়েছেন কুম্বলে। অথচ তার বিদায়টা হলো এত বাজে! এমনটা মেনে নিতে পারছেন না এরাপল্লী প্রসন্ন। কুম্বলের পাশে দাঁড়ালেন তিনি। ভারতের সাবেক অফ-স্পিনার প্রসন্ন জানালেন, ‘বস’ কোহলির তো কোচেরই দরকার নেই!

chardike-ad

ভারতের হয়ে ৪৯টি টেস্ট খেলেছেন প্রসন্ন। ১৮৯টি উইকেট শিকার করেছেন। দেশের ক্রিকেটের খোঁজখবর তিনি রাখেন হরহামেশা। কোহলিকে একহাত নিয়ে প্রসন্ন বলেন, ‘অধিনায়কই যদি দলের বস হয়, তাহলে কোচের কি দরকার? ব্যাটিং ও ফিল্ডিং কোচেরও কোনো ভূমিকা আছে বলেও আমি মনে হয় না। একজন ফিজিক্যাল ট্রেনার থাকলেই যথেষ্ট!’

অনেকটা আক্ষেপের সুরেই কোহলির বসগিরির বর্ণনা দিলেন প্রসন্ন, ‘কুম্বলের মতো কিংবদন্তি ক্রিকেটার যদি সম্মান না পায়, তাহলে কোহলিকে নির্দেশ দেওয়ার স্পর্ধা হয়তো নেই অন্তর্বর্তীকালীন কোচ সঞ্জয় বাঙ্গার ও ফিল্ডিং কোচ শ্রীধরের!’

সর্বশেষ কোহলির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন প্রসন্ন। বলেন, ‘কোহলি নিঃসন্দেহে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে ওর নেতৃত্ব এখনও আমার প্রশংসা পাওয়ার দাবিদার নয়। কোহলি যে ভালো অধিনায়ক, তা এখনই বলা যাবে না।’