Search
Close this search box.
Search
Close this search box.

দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি কিশোর

uaeসংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন অ্যাওয়ার্ড (ডিআইকিউএ) প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ১৩ বছর বয়সী কোরআনের হাফেজ মো. ত্বরিকুল ইসলাম প্রথম স্থান অর্জন করেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ১১টায় প্রতিযোগিতার সমাপনীতে তরিকুলকে সেরা প্রতিযোগী ঘোষণা করা হয়।

সেরা হওয়ার পুরস্কার হিসেবে তরিকুলকে দেওয়া হয়েছে আড়াই লাখ দিরহাম বা ৫৪ লাখ ৯০ হাজার টাকা। তার হাতে এই পুরস্কার তুলে দেন দুবাই পুলিশ ও জননিরাপত্তা বাহিনীর ডেপুটি চেয়ারম্যান শেখ আহমদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

chardike-ad

দুবাই শহরের আল মামজারে অবস্থিত দুবাই কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সারা বিশ্বের ১০৩টি দেশের মধ্যে তরিকুলের প্রথম হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক হুজায়ফা সিদ্দিকী। সে দ্বিতীয় স্থান লাভ করে।

প্রতিযোগিতায় অন্য বিজয়ীয়া হলেন, যথাক্রমে হুজাইফ সিদ্দিকি (মার্কিনযুক্তরাষ্ট্র), মাদুর জোবে (গাম্বিয়া), আহমেদ বিন আবদুল আজিজ ইবরাহিমওবাইদা (সৌদি আরব), রশিদ ইবনে আবদুল রহমান আলানি (তিউনিসিয়া),মোহনা আহমেদ (বাহরাইন), মোহাম্মদ হাদি আল-বশির (লিবিয়া), ওমর মাহমুদসায়েদ আলী সৈয়দ আহমেদ রিফাই (কুয়েত), মোহাম আবেকা (মৌরিতানিয়া),এবং মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ নাগিব তাহা (মিসর)।

আল কোরআন পুরস্কার সংস্থার প্রেসিডেন্ট ইবরাহিম বু মুলহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স আহমদ বিন মোহাম্মদ বিনরাশেদ আল মাকতুম। তিনি বিজীদের হাতে পুরস্কার তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশকনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, কনস্যুলেটের লেবারকাউন্সিলর এএসএম জাকির হোসেন, আমিরাতের সম্মানিত ব্যক্তিবর্গসহ বিভিন্নদেশে থেকে আগত অতিথিবৃন্দ।

কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে ২৯ মে ঢাকা ত্যাগ করেন হাফেজ মো.ত্বরিকুল ইসলাম। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমেঅনুষ্ঠিত তিনটি বাছাই পরীক্ষায় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে দুবাই যাওয়ার টিকেট লাভ করেন তিনি।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁওয়ের বাসিন্দা হাফেজ ত্বরিকুলইসলামের বাবার নাম মো. আবু বকর সিদ্দীক। মাতা তহুরা বেগম একজনগৃহিণী। ২০০৪ সালের ১ জুন জন্ম নেওয়া হাফেজ ত্বরিকুল নিজ এলাকার শামসুল উলুমইসলামিয়া মাদরাসায় পড়ালেখা শুরু করেন। এর পর ২০১০ সালে চাঁদপুরের কচুয়ার নুরে মদিনা তাহফিজুল কোরআনমাদরাসায় কোরআন হেফজ করা শুরু করেন।

মাত্র ১ বছরে তিনি কোরআনে কারিম হেফজ করেন। এর পর চলে আসেনঢাকা। ভর্তি হন হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিতযাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায়।

কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে এবারই প্রথম বিদেশ যান ত্বরিক। এর আগে ২০১৪ সালে মাছারাঙা টেলিভিশন আয়োজিত রিয়েলিটি শো’তে অংশ নিয়ে ২য় স্থান লাভ করেন তিনি।