Search
Close this search box.
Search
Close this search box.

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

missileআন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার বিমানঘাঁটি থেকে চালানো এই পরীক্ষায় সময় ইন্টারসেপ্টরটি একটি কৃত্রিম ব্যালেস্টিক মিসাইলকে ভূপাতিত করে।

দেশটির মিসাইল ডিফেন্স এজেন্সির (এমডিএ) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই পরীক্ষাটি দীর্ঘদিনের পরিকল্পনার ফল।

chardike-ad

তবে যুক্তরাষ্ট্রের এই পরীক্ষা উত্তর কোরিয়ার সঙ্গে চলতে থাকা উত্তেজনাকে উসকে দেবে। কারণ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নিষেধাজ্ঞার পরে কয়েক দফা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

গত সোমবারও স্বল্পপাল্লার একটি ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের দাবি ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর ২৮০ মাইল দূরে জাপানের অর্থনৈতিক অঞ্চলে পড়েছে।

এদিকে এমডিএর পরিচালক ভাইস অ্যাডম জিম সিরিং বলেছেন, এই পদ্ধতি আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে এটাই প্রমাণ হলো যে, একটি বাস্তব হুমকির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রতিরোধকারী হিসেবে আমরা সক্ষম।