Search
Close this search box.
Search
Close this search box.

জনপ্রিয় হয়ে উঠছে নোকিয়া ৩৩১০

Nokia-3310মাত্র কিছুদিন আগেই বাজারে এসেছে নোকিয়া ৩৩১০ এর নতুন সংস্করণ। পুরনো মোবাইল ফোনকে আবার নতুন করে দেখে আবেগে আপ্লুত হচ্ছেন অনেকেই। পাশাপাশি পুরনো খোলে মোটামুটি আধুনিক সব সুবিধা থাকায় সারাবিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে নোকিয়ার এ ফোনটি।

সিনেট ডটকম অনলাইনের একটি প্রতিবেদনে জনপ্রিয়তার বেশ কয়েকটি কারণের কথা জানানো হয়েছে। এর মধ্যে দীর্ঘস্থায়ী ব্যাটারি, দামে তুলনামূলক সস্তাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে ফোনটি দেখে অনেকে নস্টালজিক হতেও তা কিনছেন।

chardike-ad

অ্যান্ড্রয়েড আইফোনের মতো স্মার্টফোনের যুগে ব্যবহারকারীরা যখন মোবাইল ফোনের চার্জ নিয়ে বেশ বিরক্ত সেখানে দীর্ঘস্থায়ী ব্যাটারি, ছোট, সহজে বহনযোগ্য এ ফোনটিই বেশ জনপ্রিয় হয়ে উঠছে। লন্ডনের বিভিন্ন মোবাইলের দোকানে মোবাইলটি কিনতে রীতিমতো হিড়িক চলছে বলে জানিয়েছে অনলাইনটি।