Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়া থেকে থাড প্রত্যাহার করুন: আমেরিকাকে চীন

chuingদক্ষিণ কোরিয়ায় মোতায়েন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বলে আসছে, উত্তর কোরিয়া থেকে আসা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলায় থাড মোতায়েন করা হয়েছে। তবে চীন ও উত্তর কোরিয়া বলে আসছে ওই অঞ্চলে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠাই থাড মোতায়েনের মূল লক্ষ্য।

chardike-ad

এদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, থাড মোতায়েনের ফলে চীনের নিরাপত্তা স্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত করবে। এছাড়া, আঞ্চলিক কৌশলগত ভারসাম্য নষ্ট করবে। বাড়তি থাড মোতায়েনে চীন গভীরভাবে উদ্বেগ্ন বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, চলতি সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছেন, তার কাছে থাড মোতায়েনের বিষয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তাতে অনেক সত্য গোপন করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।