Search
Close this search box.
Search
Close this search box.

মিসর প্রেসিডেন্টের পুরস্কার পেল বাংলাদেশি হাফেজ

bangladeshi-hafizমিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি নিজ হাতে পুরস্কার তুলে দিলেন বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে। চলতি বছরের ১১ এপ্রিল মিসরের কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেন কুমিল্লার মুরাদনগরের আবুল বাসারের ছেলে হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

প্রতিযোগিতায় ৫০টির বেশি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে আরববিশ্বের বাইরে কারো প্রথম স্থান অধিকার করায় সবাই খুবই বিস্মিত। হাফেজ মামুনের প্রথম হওয়ার সময়ই আয়োজক কর্তৃপক্ষ তার হাতে পুরস্কার তুলে দেয়। তবে মিসরের প্রেসিডেন্ট অনুষ্ঠানের প্রথা অনুসারে বিশ্বসেরা হাফেজকে সেই সময় নিজ হাতে তার পক্ষ থেকে পুরস্কার তুলে দিতে পারেননি।

chardike-ad

ওই অনুষ্ঠানের ধারাবাহিকতায় বুধবার (২১ জুন) মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে নিজ দপ্তরে ডেকে নেন। এ সময় মিসরের প্রেসিডেন্ট নিজ হাতে আব্দুল্লাহ আল মামুনকে পুরস্কার তুলে দেন।

এপ্রিলের অনুষ্ঠানের পর পরই হাফেজ আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশে ফিরে যান। দিন দুয়েক আগে তিনি মিসরের প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য পুনরায় কায়রো আসেন। বাংলাদেশের একজন হাফেজ মিসরে এসে বিশ্বসেরা হওয়ায় মিসরস্থ প্রবাসীদের মাঝে উদ্দীপনা জন্ম দিয়েছে।