Search
Close this search box.
Search
Close this search box.

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশির

bangladesh-India-borderসীমান্তে মানুষ হত্যা যেন কিছুতেই থামছে না। বছর বছর দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। আজ মঙ্গলবারও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি।

মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে খোলপুর গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। সীমান্তের ওপার থেকে গরু আনতে গিয়ে ফেরার পথে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই সোহেল তরফদার ও হারুন অর রশিদ মারা যান। পরে মরদেহ দুটি বিএসএফ নিয়ে যায়।

chardike-ad

এলাকাবাসী জানান, মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সোহেল ও হারুন সীমান্তের ওপারে গরু আনতে যান। পরে গরু নিয়ে ফেরার পথে সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। সোহেল ও হারুন সীমান্তের কাছাকাছি আসলে বিএসএফ সদস্যরা গুলি করে তাদের হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেছে ৫৮- বিজিবির সিও লে. কর্নেল জিল্লুর রহমান। তিনি জানান, বিএসএফকে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করা চেষ্টা চলছে। মরদেহ দুটি ভারতের নদীয়া জেলার হাসখালি থানার কুমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। লাশ দুটি বাংলাদেশে ফেরত আনার আনারও চেষ্টা করা হচ্ছে।