Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে মুসলিম তরুণীকে অপহরণের পর হত্যা

nabraযুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে নাবরা নামে ১৭ বছরের এক মুসলিম তরুণীকে মসজিদের কাছ থেকে অপহরণ করে হত্যা করা হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে।

নাবরার স্বজনেরা বলেছেন, রোববার ভোর রাতে ভার্জিনিয়ার ফেয়ারফেক্স নগরের দুলাস এরিয়া মুসলিম সোসাইটির মসজিদ থেকে সাহরি খেয়ে বন্ধুদের সঙ্গে ঘরে ফিরছিলেন নাবরা। মসজিদের কাছেই গাড়ি চালিয়ে কাছে আসা এক ব্যক্তির সঙ্গে তাঁরা ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নাবরা এবং তাঁর বন্ধুরা যে যার দিকে চলে যান। পরে নাবরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে ভোরে মসজিদের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়।

chardike-ad

আশপাশের এলাকায় তল্লাশির পর রোববার বিকেলেই পরিত্যক্ত অবস্থায় নাবরার মৃতদেহ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরই ডারুইন মারটিনেজ টরেস নামের ২২ বছরের এক যুবককে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ফেয়ারফেক্স পুলিশের মুখপাত্র টাউনি রিট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের পেছনে কোনো বিদ্বেষ কাজ করেছে বলে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই।