Search
Close this search box.
Search
Close this search box.

শাহজালালে ৩০০০ পিস ইয়াবাসহ স্কুলশিক্ষক আটক

yabaহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক বেসরকারি স্কুলশিক্ষককে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটককৃতের নাম মো. রফিকুল ইসলাম (৩৬)। তার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তিনি কোন স্কুলের শিক্ষক তা জানা যায়নি।

শুল্ক কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম হতে বাংলাদেশ বিমানবন্দরের বিজি-০০২২ ফ্লাইটে ঢাকায় আসেন রফিকুল ইসলাম। তার রেকটাম থেকে (মলদ্বার) তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা।

chardike-ad

বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার এএইচএম আহসানুল কবির বলেন, ‘বিমানবন্দরের আগমনী লাউঞ্জ অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এতে তিনি ইয়াবা বহনের কথা অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করেও কোনো ইয়াবা পাওয়া যায়নি। এরপর অধিকতর নিশ্চিত হওয়ার জন্য উত্তরার একটি হাসপাতালে তাকে নিয়ে এক্সরে পরীক্ষা করা হয়। এক্সরে রিপোর্টে রেকটামে (মলদ্বার) কিছু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।’

‘পরবর্তীতে বিমানবন্দরের টয়লেটে নিয়ে আসলে তিনি রেকটাম হতে চারটি ইয়াবার পোটলা বের করে দেন। পোটলাগুলো কালো স্কসটেপ দিয়ে মোড়ানো এবং তাতে তিনি অভিনব পন্থায় রেকটামে লুকিয়ে রাখা ইয়াবা পাচার করছিলেন।’

আসামিকে থানায় সোপর্দ করে মামলা দায়েরের কার্যক্রম চলমান বলেও জানান তিনি।